Advertisement

গর্ভাবস্থায় যেসব খাবার খেলে সন্তান ফর্সা হবে - Food to Consumed During Pregnancy

গর্ভাবস্থায় যেসব খাবার খেলে সন্তান ফর্সা হবে - Food to Consumed During Pregnancy গর্ভাবস্থায় যেসব খাবার খেলে সন্তান ফর্সা হবে - Food to Consumed During Pregnancy

আমাদের দেশের সব গর্ভবতী মায়ের একই প্রত্যাশা, তিনি যেন একটি সুস্থ, সুন্দর ও ফর্সা সন্তানের জন্ম দিতে পারেন। এ জন্য গর্ভবতী মা প্রচলিত সব নিয়ম-কানুন মেনে চলেন। তারা গর্ভাবস্থায় নানা রকম সাদা খাবার খান, এই ভেবে যে এতে তার গর্ভের সন্তান ফর্সা হবে! যদিও অনেকেই আমাদের মধ্যে শিক্ষিত, তারপরও ফর্সা বাচ্চার চাহিদা মনের গভীরে রয়েই যায়। বিশেষজ্ঞদের মতে, খাদ্য নির্বাচনের উপর সন্তানের শরীরের বর্ণ কেমন হবে তা নির্ভর করে না, এটা নির্ভর করে তার বাবা-মায়ের কাছ থেকে যে জিন পেয়েছে তার উপর। তবে প্রচলিত ধারণা রয়েছে, গর্ভবতী অবস্থায় যেসব খাবার গ্রহণ করা হয়, তার ওপর বাচ্চার বর্ণ নির্ভর করে। এতে বাচ্চা ফর্সাও হতে পারে! আর আপনারও যদি দৃঢ় বিশ্বাস থাকে এসব পুরাণ কথায়,

#গর্ভাবস্থায়
#During_Pregnancy
#Pregnancy_Food

কি খেলে বাচ্চা ফর্সা হবে,ত্বক ভালো করতে খেতে হবে কমলালেবু,শিশুকে সূর্যের আলট্রা ভায়োলেট রে থেকে বাঁচাতে মাকে খাতে হবে টমেটো,গর্ভাবস্থায় যেসব খাবার খেলে সন্তান ফর্সা হবে,pregnancy food to avoid,foods to avoid in first month of pregnancy,pregnancy food chart,foods to avoid during pregnancy,foods to eat during pregnancy week by week,foods to eat when pregnant first trimester,foods to eat during pregnancy to make baby smart,fruits to eat during pregnancy,

Post a Comment

0 Comments